ফ্রিল্যান্সারদের জন্য সুখবর আনলো বিকাশ। এখন ফ্রিল্যান্সিংয়ের টাকা পেওনিয়ার থেকে বিকাশ-এ ট্রান্সফার করা যাবে সুপার ফাস্ট !


দেশজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ নিয়ে এলো দারুণ সুখবর! কোনো অপেক্ষা আর কাগজপত্রের ঝামেলা ছাড়াই পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা সরাসরি বিকাশ অ্যাপ থেকেই আপনার বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন মুহূর্তে!

এর ফলে এখন থেকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কোন প্রকার ঝামেলা ছাড়াই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় কৃত টাকা কয়েক সেকেন্ডের মধ্যে পেওনিয়ার থেকে বিকাশে ট্রানস্ফার করতে পারবে।

যদিও এর আগে থেকে তারা পেওনিয়ার থেকে সরাসরি ব্যাংক এর ট্রানস্ফার করতে পারত, তবে সেটি ছিল সময় সাপেক্ষ ব্যাপার।

Nb: তবে এই সুবিধা নিতে হলে তাদের পেওনিয়ার 3% এবং বিকাশ থেকে তুলতে 1.75 শতাংশ খরচ গুনতে হবে।