খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন শুরু হবার খানিকটা আগে ১৯২০ খ্রিষ্টাব্দে করিমগঞ্জে সুরমা উপত্যকা রাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের চতুর্থ অধিবেশনে সিলেট অঞ্চল থেকে একটি ‘জাতীয়তাবাদী’ সংবাদপত্র বের করার সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনের পরের বছর সিলেটে ১৯২০ খ্রিষ্টাব্দে জনশক্তি বের হতে শুরু করে। বিপিনচন্দ্র পাল পত্রিকার নাম ‘জনশক্তি’ রাখার সুপারিশ করেছিলেন এবং তিনি সেই রাষ্ট্রীয় সম্মেলনেও সভাপতিত্ব করেছিলেন।
জনশক্তির প্রকাশকাল নিয়ে খানিকটা ভিন্নমত আছে। কেউ বলছেন ১৯২০ খ্রিষ্টাব্দে বের হয়, কেউ বলছেন ১৯২১ খ্রিষ্টাব্দে। জনশক্তির শেষ সম্পাদক নিকুঞ্জ বিহারী গোস্বামী লিখেছেন, পত্রিকাটি ১৯২১ খ্রিষ্টাব্দে বের হয়। তবে এ ক্ষেত্রে আমরা বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের অভিমতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবো। তিনি বলেছেন,Ñ‘এই পত্রিকা যে ১৯২০ সালে প্রথম প্রকাশিত হয় তার যথেষ্ট প্রমাণ রয়েছে। ‘জনশক্তি’র ১ম খন্ড ২২শ সংখ্যা প্রকাশিত হয় ১৯২০ সালের ২১ ডিসেম্বর (৬ পৌষ মঙ্গলবার ১৩২৭ বাঙ্গালা)। এর একটি কপি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বঙ্গীয় জাতীয় শিক্ষা পর্ষদের যতীন্দ্রমোহন সংগ্রহশালায় সযত্নে রক্ষিত আছে।
0 Comments
https://ashikthejellyfish.blogspot.com/2022/06/Janashakt%20-potrika-newspaper.html