বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার পর সাবজেক্ট চয়েজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জেনেশুনে সাবজেক্ট চয়েজ (subject choice) না দিলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে সমস্যার সমাধান করা সম্ভব নয়।
তাই সাবজেক্ট চয়েজ দেওয়ার আগে নিচের বিষয়গুলো জেনে নিন। বিশেষ করে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য:
👉ভাইয়া, আমি কোন সাবজেক্ট আগে দিব?
👉ভাইয়া আমি কোন সাবজেক্ট চুজ করবো?
👉ভাইয়া আমি কি সাবজেক্ট পাব?
👉 কোন সাবজেক্ট এর ভ্যালু বেশি?
👉আমি কোন সিরিয়ালের সাবজেক্ট চুজ লিস্ট দিব?
উত্তর:
✍️তোমার মেরিট সিরিয়াল অনুযায়ী তোমাকে অবশ্যই সাবজেক্ট দিবে সেটা যে সাবজেক্ট ই হোক। বিষয়টা এমন না যে তেমার সিরিয়াল পেছনে তাই তুমি খারাপ একটা সাবজেক্ট সবার উপরে দিলে হয়তো তুমি সিট পাবে , না দিলে পাবে না। বিষয়টা সেটা না। তুমি সাবজেক্ট চুজ লিস্ট যেভাবে দাও সিরিয়াল অনুযায়ী আপনাকে একটা সাবজেক্ট অবশ্যই দিবে। পছন্দ ক্রম এর প্রথম সাবজেক্ট ওই সাবজেক্ট এ সিট খালি থাকা সাপেক্ষে দিয়ে থাকবে।
✍️মূল কথা হচ্ছে, সিট খালি থাকা পর্যন্ত তোমার লিস্টের প্রথম সাবজেক্টই তোমাকে দিবে। লিস্টের প্রথম টি তে সিট খালি না থাকলে দ্বিতীয়টিতে দিবে, না থাকলে তৃতীয় দিতে দিবে... এভাবে ধারাবাহিকভাবে নিচে নামবে। তোমার মেরিট অনুসারে তোমাকে একটি সিট দিবেই।
✍️তাই বলবো পছন্দের ক্রমানুসারে ভালো গুলিই আগে দিবে। মাইগ্রেশনের মাধ্যমে হয়তো উপরেরটি ও পেতে পারো।
✍️সাবজেক্ট চয়েজ নিয়ে অনেকে অনেক ভুল ধারণা পোষণ করে। কোন সাবজেক্ট এর ফিউচার কেমন তার জন্য হালকা একটা ধারণা পেতে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারে ভ্যালু কেমন জানতে ভিডিওটি দেখ। আমি সবাইকে সাজেস্ট করবো সাইফুর স্যারের এই ভিডিওটা দেখার জন্য।
সাবজেক্ট চয়েজ এর ব্যাপারে আমার আগের বিস্তারিত পোস্ট এর লিঙ্ক :
এরপরও কোন সমস্যার সম্মুখীন হলে পরিচিত কোন ভাইদের সাথে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে আমাকেও নক দিতে পারো।
ধৈর্য ও মনে সাহস রাখো, আল্লাহর উপরে ভরসা রেখো। কোন অবস্থাতে হতাশ হবে না। তোমার ভাগ্যে যা আছে তাই হবে আলটিমেটলি।
লেখা:
-আশিকুর রহমান
--দ্বিতীয় বর্ষ
-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
--কলা ও মানববিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Chittagong University
0 Comments
https://ashikthejellyfish.blogspot.com/2022/06/Janashakt%20-potrika-newspaper.html