অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বাংলার অর্থ সামাজিক পরিবর্তনের পটভূমি

অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বাংলার অর্থ সামাজিক পরিবর্তনের পটভূমি নিচে আলোচনা করা হলো:

ভূমিকা: পলাশী উত্তর বাংলায় ইংরেজ সরকারের শাসন শোষণ ও নিপীড়ন একটি নিরপেক্ষ ও তথ্য সমৃদ্ধ ইতিহাস। এতে আলোচিত হয়েছে কিভাবে ইংরেজরা "ডিভাইড এন্ড রুল' পলিসি" "divide and rule policy" নীতির মাধ্যমে আবেগপ্রবণ বাঙালি হিন্দু মুসলিম জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেয়, এতে ইংরেজ ভিত্তিকে মজবুত করতে সুবিধে হয় এবং সাধারন কে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করে।


 মুসলমানদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দেয় অবস্থার শিকার হয়েও বীর মুসলমান বাঙালি জাতি পরাধীনতার নাগপাশ ছেড়ে অকুতোভয় অস্ত্র হাতে তুলে নেয় এবং বারবার বিদ্রোহ করে ইংরেজ ভীত কে কাঁপিয়ে দেয়।
বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের দেউলিয়া অবস্থা থেকে রক্ষা করে। কোম্পানি হয়ে ওঠে প্রবল শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান যা অন্যান্য গভর্নরদের রিপোর্টে দেখা যায়।
আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন থেকে তারা রাজস্ব আদায়কারী মর্যাদা লাভ করে ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ এর ফলে মুর্শিদাবাদের নবাবেরা পুতুল নবাবে পরিণত হয়, দেওয়ানি লাভের ফলে কোম্পানির আর্থিক সমস্যার সমাধান হয় তারা । এ দেশের সম্পদ দিয়ে ইংল্যান্ডকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত করে।















Ashik The Jellyfish

Post a Comment

1 Comments

https://ashikthejellyfish.blogspot.com/2022/06/Janashakt%20-potrika-newspaper.html